Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
প্রকৃতি ও আজমিরীগঞ্জ
বিস্তারিত

চারদিকে হাওড় বেষ্টিত আজমিরীগঞ্জ উপজেলায় প্রায় প্রতিদিনই দেখা যায় প্রকৃতি অপার সৌন্দর্য। শহুরে ধৌয়া গাড়ীর যানজন নয় এখানে আছে প্রকৃতির নির্মল বাতাস সুমিষ্ট পানি। সবুজ শাক-সব্জি আর প্রকৃতির সেরা উপহার মাছ। 

বর্ষার শাপলা যেন বলে দেয় আজমিরীগঞ্জ উপজেলা রূপ কত সুন্দর। বাংলাদেশের জাতীয় ফুল শাপলার রূপ বৈচিত্রের দেখা মেলে আজমিরীগঞ্জের হাওরে। হাওরে ফোটা শাপলা গ্রাম বাংলার চিরাচরিত সৌন্দর্য প্রকাশ ঘঠিয়ে চলছে অবিরত।

আজমিরীগঞ্জ উপজেলার হাওরের প্রধান আকর্ষণ হচ্ছে শাপলা ফুল। থরে থরে ফুটে থাকা শাপলা মানসপটের কল্পিত সৌন্দর্যকেও হার মানাবে। হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় রয়েছে বেশ কিছুু হাওর । সীমান্তবর্তী হাওরগুলোতে ছেয়ে গেছে শাপলায়। ডানে-বায়ে, সামনে-পেছনে শুধু শাপলা আর শাপলা!